মেধাবীদের সন্ধানে আনোয়ারায় পরিচালিত হচ্ছে জোনাকি মেধাবৃত্তি

সামাজিক উন্নয়নমূলক সংগঠন “জোনাকি ফাউন্ডেশন” এর অধীনে আনোয়ারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে চলছে জোনাকি মেধা বৃত্তি।।তারই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলার শিক্ষা প্রতিষ্টান ঝি বা শি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি আয়োজনের লক্ষ্যে গতকাল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকের হাতে রেজিষ্ট্রেশন ফর্ম বিতরণের উদ্দ্যেশ্যে তুলে দিয়েছেন ফাউন্ডেশনটির সদস্য বৃন্দ।। এই সময় উপস্থিত ছিলেন,জোনাকি এর প্রতিষ্টাতা ডাঃ রাশেদুল আলম,পরিচালনা পর্ষদের সদস্য জনাব ইউসুফ।। পাশাপাশি ছাত্রদের উদ্দ্যেশ্যে তাদের বিভিন্ন কার্যক্রম এবং বৃত্তির নির্দেশনা নিয়ে বক্তব্য দেন জোনাকির নির্বাহী সদস্য মোঃ রিফাত মিঞা।। প্রধান শিক্ষকের নিকট ফর্ম হস্তান্তর কালে তিনি শুভ কামনা জানিয়ে বলেন, “আপনাদের এই মহৎ উদ্যেগকে স্বাগত জানাই আশা রাখি আপনাদের হাত ধরেই আমাদের সন্তানেরা পদাচারন করবে প্রতিযোগিতার বেলাভূমিতে”।।ছাত্র-ছাত্রীরা তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এরকম কার্যক্রম আসলে খুবই সাহায্য করবে আমাদের মেধা প্রকাশ করতে এবং নতুন কিছু জানতে।।আমরা জোনাকি পরিবারের কাছে কৃতজ্ঞ “।। অনুষ্ঠান শেষে প্রতিষ্টাতার বক্তব্যে জনাব ডা. রাশেদুল আলম আনোয়ারা বাসী তথা সকল সামাজিক সংগঠন কে মানবতার সেবাই হাত প্রসারিত করতে এবং মেধা চর্চার সুযোগ করেদিতে আহব্বান জানান। [ngg_images source=”galleries” container_ids=”1″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] উৎসঃ নিজস্ব প্রতিবেদক || দুর্বার বারখাইন

Send Us A Message

Share:

More Posts

আলহামদুলিল্লাহ! জোনাকী ফাউন্ডেশন মানবতার সেবায় পাশে

আলহামদুলিল্লাহ! জোনাকী ফাউন্ডেশন মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, মানবতার সেবাই পরম ধর্ম। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রতিশ্রুতির

জোনাকী মেধা বৃত্তি “২৪ সম্পন্ন

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগীতার সৃষ্টির লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবারো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাড়া জাগানো সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের

আমরা কি তাদের খবর রেখেছি? জোনাকী ফাউন্ডেশনের মমতার চাদরে মানসিক ভারসাম্যহীন পথচারী!

তারা ভবঘুরা হয়ে এই আকাশ তলে পৃথিবীকে নিজেদের স্বাধীন রাজ্য ভেবে নিয়েছে। চলার পথে তাদের সীমারেখা নেই,যেনো তারা জ্যামিতির প্রান্তহীন রেখা।অসীম চাহিদার বিপরীতে তাদের চাহিদা

পিতৃহারা মেয়ের বিয়েতে জোনাকী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা প্রদান

আত্মমানবতার সেবাই নিয়োজিত বহুল প্রশংসিত জোনাকী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা পেল আনোয়ারা থানার এক পিতৃহারা অসহায় মেয়ে।জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুহাম্মাদ রাশেদুল আলম বলেন, মেয়েটির সম্মান