আত্মমানবতার সেবাই নিয়োজিত বহুল প্রশংসিত জোনাকী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা পেল আনোয়ারা থানার এক পিতৃহারা অসহায় মেয়ে।
জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুহাম্মাদ রাশেদুল আলম বলেন, মেয়েটির সম্মান রক্ষার্থে আমরা তার বিস্তারিত পরিচয় গোপন রেখেছি।তিনি আরো বলেন নাম,ছবি গণ মাধ্যমে প্রকাশ করায় অনেকেই লজ্জাবোধ করেন।তাই প্রত্যেক ব্যক্তি/সংগঠনের উচিত তাদের মুখ গণমাধ্যমে প্রচার থেকে বিরত থাকা।এইসময় তিনি দেশ বিদেশের সকল সদস্য/ শুভাকাঙ্খী যারা সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রতি ধন্যবাদ জানান।
এইদিকে মেয়েটির জনম দুঃখিনী মা এই দুঃসময়ে জোনাকী ফাউন্ডেশনের সহযোগিতা পেয়ে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।