শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগীতার সৃষ্টির লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবারো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাড়া জাগানো সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আনোয়ারা সরকারি আর্দশ উচ্চ বিদ্যালয়ে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রায় ১হাজার ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মেধাবৃত্তির পরিক্ষায় ট্যালেন্টফুল, এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে শিক্ষার্থীরা।
এ বৃত্তি পরীক্ষার পরিদর্শক ও জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: রাশেদুল আলম জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীরা উৎফুল্লতার সহিত পরীক্ষায় অংশগ্রহণ করাটা সত্যি আনন্দের। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে।
পরীক্ষার কেন্দ্র প্রধান ডা: মুহিদুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জামশেদুল আলম, উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন ইশতিয়াক রাসেল, ইকবাল করিম, সাজ্জাদ হোসেন সাকিব, সাব্বির হোসেন জুয়েল ও কলিম উদ্দিন।
পরিচালনা কর্মকর্তা দের মধ্যে উপস্থিত ছিলেন
সাইমুন কাশেম, এস এম শুভ,মো: ইকবাল হোসেন, সাকিব আল হাসান, হাবিবুর রহমান ও
কেন্দ্র পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন আবু সুফিয়ান
এছাড়াও মেধাবৃত্তি পরীক্ষা সুন্দর ও সাফল্যের লক্ষ্যে জোনাকী ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।