জোনাকী মেধা বৃত্তি “২৪ সম্পন্ন

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগীতার সৃষ্টির লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবারো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাড়া জাগানো সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আনোয়ারা সরকারি আর্দশ উচ্চ বিদ্যালয়ে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রায় ১হাজার ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মেধাবৃত্তির পরিক্ষায় ট্যালেন্টফুল, এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে শিক্ষার্থীরা।

এ বৃত্তি পরীক্ষার পরিদর্শক ও জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: রাশেদুল আলম জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীরা উৎফুল্লতার সহিত পরীক্ষায় অংশগ্রহণ করাটা সত্যি আনন্দের। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে।

পরীক্ষার কেন্দ্র প্রধান ডা: মুহিদুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জামশেদুল আলম, উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন ইশতিয়াক রাসেল, ইকবাল করিম, সাজ্জাদ হোসেন সাকিব, সাব্বির হোসেন জুয়েল ও কলিম উদ্দিন।
পরিচালনা কর্মকর্তা দের মধ্যে উপস্থিত ছিলেন
সাইমুন কাশেম, এস এম শুভ,মো: ইকবাল হোসেন, সাকিব আল হাসান, হাবিবুর রহমান ও
কেন্দ্র পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন আবু সুফিয়ান

এছাড়াও মেধাবৃত্তি পরীক্ষা সুন্দর ও সাফল্যের লক্ষ্যে জোনাকী ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Send Us A Message

Share:

More Posts

আলহামদুলিল্লাহ! জোনাকী ফাউন্ডেশন মানবতার সেবায় পাশে

আলহামদুলিল্লাহ! জোনাকী ফাউন্ডেশন মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, মানবতার সেবাই পরম ধর্ম। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রতিশ্রুতির

আমরা কি তাদের খবর রেখেছি? জোনাকী ফাউন্ডেশনের মমতার চাদরে মানসিক ভারসাম্যহীন পথচারী!

তারা ভবঘুরা হয়ে এই আকাশ তলে পৃথিবীকে নিজেদের স্বাধীন রাজ্য ভেবে নিয়েছে। চলার পথে তাদের সীমারেখা নেই,যেনো তারা জ্যামিতির প্রান্তহীন রেখা।অসীম চাহিদার বিপরীতে তাদের চাহিদা

পিতৃহারা মেয়ের বিয়েতে জোনাকী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা প্রদান

আত্মমানবতার সেবাই নিয়োজিত বহুল প্রশংসিত জোনাকী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা পেল আনোয়ারা থানার এক পিতৃহারা অসহায় মেয়ে।জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুহাম্মাদ রাশেদুল আলম বলেন, মেয়েটির সম্মান

জোনাকি মেধা বৃত্তি’১৮’র পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, পুরস্কার বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ এপ্রিল দুপুর