জোনাকী ফাউন্ডশনের উদ্যোগে শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধাবৃত্তির অায়োজন করা হয়।
অানোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা ৯ঃ৩০ মিনিটে শুরু হয়ে হয়ে দুপুর ১২ঃ৩০ মিনিটে শেষ হয়। এতে প্রায় ৭৭৬ শিক্ষার্থী অংশ নেয়।
১ম বারের মত অনুষ্ঠিত জোনাকী মেধাবৃত্তি সম্পর্কে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ডাঃ রাশেদ জানান, পরীক্ষার ফলাফল পহেলা মার্চ ২০১৮ইং জোনাকী ফাউন্ডেশনের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকা এবং সকল প্রতিষ্টানে প্রকাশিত হবে। বিজয়ীদের নগদ অর্থ, সনদ ক্রেস্ট প্রদান করা হবে।
পরীকক্ষায় কেন্দ্র প্রধান ছিলেন ডা.মহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্র সচিব ছিলেন ডা.রাশেদুল আলম চেয়ারম্যান জোনাকী ফাউন্ডেশন, কেন্দ্র পর্যবেক্ষক ছিলেন আব্দুল্লাহ আল হাসান আমিরী, পরীক্ষা নিয়ন্ত্রক জামশেদুল আলাম
পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন এস এম নাছির উদ্দীন ফাহিম, আব্দুর রহিম, স্বপ্নের অানোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা তৌফিক ইউনুছ, সভাপতি অালীনূর জেমস, ফয়েজ অাহমদ, মেজবাহ উদ্দীন অাহমেদ, কামরুল হাসান হিরু, রফিকুল ইসলাম, শাহেদুল ইসলাম, এম ডি রাজু।
পরিচালনা পর্ষদ সদস্য হিসাবে উপস্থিত ছিলেন
রিফাত, নয়ন, হৃদয়, রাসেল, ইয়াছিন, কলিম, রাশেদ, ইমন, ইকবাল, সাইমুন, সানজিদা প্রমুখ ।