চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, পুরস্কার বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৬ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটের সময় উপজেলার আনোয়ারা সদর মডেল স্কুলের জলিল স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে মেধাবৃত্তি, সম্বর্ধনা ও নানা পুরস্কার বিতরণ করা হয়।
জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনতা ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জর্জ কোর্টের পিপি এড. এমএ ফয়েজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এসএম ফোরকান, সাংবাদিক ও ফটো আর্টিস্ট এমডি এইচ রাজু, জমহুরিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ আব্দুল কাদের, ইউপি সদস্য রিদোয়ানুল হক চৌধুরী রহিম ও রিফাত মিয়া, সাইনটেক্স স্বত্তাধিকারী নাজিম উদ্দীন খান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জোনাকী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাষ্টার মুহাম্মদ এয়াকুব আলী।
অনুষ্ঠান সঞ্জালনায় ছিলেন মো. আশিকুর রহমান। নাতে রসুল পরিবেশন করেন জামশেদুল আলম ও তা সহযোগিরা।
শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন এমএ ইশতিয়াক। এছাড়াও ত্রি পীঠক পাঠ করেন ইকুদত্ত।