তারা ভবঘুরা হয়ে এই আকাশ তলে পৃথিবীকে নিজেদের স্বাধীন রাজ্য ভেবে নিয়েছে। চলার পথে তাদের সীমারেখা নেই,যেনো তারা জ্যামিতির প্রান্তহীন রেখা।অসীম চাহিদার বিপরীতে তাদের চাহিদা এক কাপ চা নয়তো এক মুঠো ভাত।তাও কি আমরা তাদের দিতে পেরেছি? কখনো কি তাদের নিয়ে ভেবেছি?নাকি দোর হয়ে যা বলে তাড়িয়েছি? এমন সব প্রশ্নে বিবেকের তাড়নায় জোনাকী ফাউন্ডেশনের পথ চলায় রয়েছে তাদের জন্য তুলে রাখা অগাধ ভালোবাসা।
হয়তো কালই ঈদ!সবার কেনাকাটা শেষ। নতুন জামার গন্ধে ভরে গেছে প্রতিটি ঘর।তবে জামা উঠেনি মানসিক ভারসাম্যহীনদের দুর্গন্ধযুক্ত গায়ে। তারা পরিবার হারিয়ে আজ ভবঘুরা জনতা। তাদের কেউ নেই যারা তাদের জন্য নতুন জামা আনবে।অথচ তাদের বয়সী বাবা মা আমাদের ঘরে আছেন।এমন ভাবনা থেকে জোনাকী ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এই বছরেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের নতুন জামা উপহার দিয়েছেন। জামা পেয়ে কেউ হাসছে আবার কেউ ক্ষুদার্থের তাড়নায় চুপসে আছে। তাই জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম এর পক্ষ থেকে তাদের জন্য সামান্য পানীয় ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়।এতেই তারা তৃপ্তির সাগরে ভাসছেন।
মানবিক এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন ডা. রাশেদুল আলম, মু.রিফাত মিয়া,কলিম উদ্দিন, ইকবাল করিম ও মুহাম্মদ আনিছুর রহমান প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,”আমরা যতোদিন পাগল থাকব ততোদিন তাদের সাথে আছি ইনশাআল্লাহ। “
This slideshow requires JavaScript.