আমরা কি তাদের খবর রেখেছি? জোনাকী ফাউন্ডেশনের মমতার চাদরে মানসিক ভারসাম্যহীন পথচারী!

তারা ভবঘুরা হয়ে এই আকাশ তলে পৃথিবীকে নিজেদের স্বাধীন রাজ্য ভেবে নিয়েছে। চলার পথে তাদের সীমারেখা নেই,যেনো তারা জ্যামিতির প্রান্তহীন রেখা।অসীম চাহিদার বিপরীতে তাদের চাহিদা এক কাপ চা নয়তো এক মুঠো ভাত।তাও কি আমরা তাদের দিতে পেরেছি? কখনো কি তাদের নিয়ে ভেবেছি?নাকি দোর হয়ে যা বলে তাড়িয়েছি? এমন সব প্রশ্নে বিবেকের তাড়নায় জোনাকী ফাউন্ডেশনের পথ চলায় রয়েছে তাদের জন্য তুলে রাখা অগাধ ভালোবাসা।

হয়তো কালই ঈদ!সবার কেনাকাটা শেষ। নতুন জামার গন্ধে ভরে গেছে প্রতিটি ঘর।তবে জামা উঠেনি মানসিক ভারসাম্যহীনদের দুর্গন্ধযুক্ত গায়ে। তারা পরিবার হারিয়ে আজ ভবঘুরা জনতা। তাদের কেউ নেই যারা তাদের জন্য নতুন জামা আনবে।অথচ তাদের বয়সী বাবা মা আমাদের ঘরে আছেন।এমন ভাবনা থেকে জোনাকী ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এই বছরেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের নতুন জামা উপহার দিয়েছেন। জামা পেয়ে কেউ হাসছে আবার কেউ ক্ষুদার্থের তাড়নায় চুপসে আছে। তাই জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম এর পক্ষ থেকে তাদের জন্য সামান্য পানীয় ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়।এতেই তারা তৃপ্তির  সাগরে ভাসছেন।

মানবিক এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন ডা. রাশেদুল আলম, মু.রিফাত মিয়া,কলিম উদ্দিন, ইকবাল করিম ও মুহাম্মদ আনিছুর রহমান প্রমুখ।

সংগঠনের চেয়ারম্যান সংশ্লিষ্ট  সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,”আমরা যতোদিন পাগল থাকব ততোদিন তাদের সাথে আছি ইনশাআল্লাহ। “

This slideshow requires JavaScript.

Send Us A Message

Share:

More Posts

আলহামদুলিল্লাহ! জোনাকী ফাউন্ডেশন মানবতার সেবায় পাশে

আলহামদুলিল্লাহ! জোনাকী ফাউন্ডেশন মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, মানবতার সেবাই পরম ধর্ম। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রতিশ্রুতির

জোনাকী মেধা বৃত্তি “২৪ সম্পন্ন

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগীতার সৃষ্টির লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবারো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাড়া জাগানো সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের

পিতৃহারা মেয়ের বিয়েতে জোনাকী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা প্রদান

আত্মমানবতার সেবাই নিয়োজিত বহুল প্রশংসিত জোনাকী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা পেল আনোয়ারা থানার এক পিতৃহারা অসহায় মেয়ে।জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুহাম্মাদ রাশেদুল আলম বলেন, মেয়েটির সম্মান

জোনাকি মেধা বৃত্তি’১৮’র পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, পুরস্কার বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ এপ্রিল দুপুর