জোনাকী ফাউন্ডেশন, ৫নং বরুমচড়া শাখা

৫নং বরুমচড়া শাখা
৫নং বরুমচড়া শাখা
৫নং বরুমচড়া শাখা

সভাপতি এর বানী

এই যে মোমবাতি নিজে পুড়ে আলো দেয়, অন্ধকার দূর করে, সেই মোমবাতি হওয়া কিন্তু সহজ কাজ নয়। কারণ আলো দেওয়ার জন্য আগে নিজেকেই পুড়তে হয়।তেমনি মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দাও। দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে।

মোঃ ইকবাল হোসেন

সভাপতি , ৫নং বরুমচড়া শাখা

সাধারণ সম্পাদক এর বানী

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবনে আশার আলো জ্বালানোই প্রকৃত সেবা। জোনাকী ফাউন্ডেশন সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে পরিবর্তনের গল্প লিখতে অঙ্গীকারবদ্ধ। একসাথে আমরা গড়ে তুলতে পারি একটি আলোকিত ও মানবিক ভবিষ্যৎ।

সাকিব আল হাসান

সাধারণ সম্পাদক , ৫নং বরুমচড়া শাখা

কার্যক্রম ও প্রকল্প

আনোয়ারা সম্মিলিত সামাজিক সংগঠন এর দ্বিতীয় ধাপের ত্রাণ কার্যক্রম

আলহামদুলিল্লাহ্‌! আনোয়ারা সম্মিলিত সামাজিক সংগঠন এর দ্বিতীয় ধাপের ত্রাণ প্যাকেজিং চলছে নোয়াখালী, লক্ষীপুরের বন্যায় কবলিত দুর্গম এলাকায়। প্যাকেজিং কার্যক্রমে সহযোগিতা করছেন জোনাকী ফাউন্ডেশন এর সদস্যগণ—তৌহিদ রেযা, মুহাম্মদ ইকবাল হোসেন, সৈয়দ নোমান, শহিদুল ইসলাম মিজান, এবং মুহাম্মদ আদনান।

কার্যক্রম ও প্রকল্প

ইভেন্ট এবং ঘোষণা

সদস্য ও স্বেচ্ছাসেবক

যোগাযোগের তথ্য

গ্যালারি