আমাদের সম্পর্কে

আমরা জোনাকী‘র মিটিমিটি আলো দিয়ে অন্ধকারের বিদিশা কাটিয়ে স্বপ্নবাজদের দিতে চাই আলোর উৎসের সন্ধান, যেখানে আর কেউ অন্ধকারে পথ হারাবে না । এজন্যই বলে রাখা ভালো, জোনাকী একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন । শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করছে জোনাকী । সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে দারিদ্রের চরম কষাঘাতে জর্জরিত না হয়ে রাষ্ট্রের অন্য সব নাগরিকের মতো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেটিই লক্ষ্য রাখবে জোনাকী ফাউন্ডেশন । এ প্রকল্পের আওতায় যা থাকবে –
1. সহজ শর্ত ও বিনা সুদে ঋণ প্রদান ।
2. দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান ।
3 . দরিদ্র বেকার নারী, পুরুষ ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া ।
4. যাকাত ফান্ডের মাধ্যমে প্রতিবছর 5 টি অস্বচছল পরিবারকে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা দান করা ।

এছাড়াও দেশের আর্থ সামাজিক উন্নয়ন কে ত্বরান্বিত করতে ও দারিদ্রতা দূরীকরণে অগ্রগামী ভূমিকা পালন করবে জোনাকী ফাউন্ডেশন । আমাদের এ মহতি উদ্যোগে সমাজের বিত্তবান ও শিক্ষিত স্বেচ্ছাসেবক তরুণদের পাশে পাবো বলে আশা করছি ।

ধন্যবাদ,
ডা. রাশেদুল আলম
চেয়ারম্যান জোনাকী ফাউন্ডেশন